BREAKING: ইন্ডি জোটের ভবিষ্যৎ নেই, বিজেপি শক্তিশালী ! একি বলে ফেললেন চিদাম্বরম
BREAKING: এবার তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে সব চুক্তি বাতিল করল লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটি !
BREAKING: প্রধানমন্ত্রীর বাড়িতে অমিত শাহ আর অজিত দোভাল ! ফের কি কোনও বড় পদক্ষেপের পথে কেন্দ্র ?
BREAKING: সীমান্তের মানুষদের মনোবল বাড়াতে এবার বিকানের যাবেন মোদি ! দেখুন বড় খবর
BREAKING: কৃষকদের আয় বাড়াতে বড় পদক্ষেপ নিল ওড়িশা ! বড় ঘোষণা করলেন ধর্মেন্দ্র প্রধান
ঝড়ে বিপর্যস্ত বেলপাহাড়ি, বন্ধ রাজ্য সড়ক
BREAKING: চাকরিহারা শিক্ষকরা নয়,উস্কানি দিয়েছিল খোদ পুলিশ ! এবার বিকাশ ভবন নিয়ে বড় মন্তব্য করলো সংগ্রামী যৌথ মঞ্চ
বাল্যবিবাহ রুখতে পুলিশের বিশেষ কর্মসূচি
BREAKING: রিভিউ পিটিশন করলে আবার চড় খাবে রাজ্য সরকার ! বড় মন্তব্য করলো সংগ্রামী যৌথ মঞ্চ

পেশা ও পরিষেবাগত দাবিতে আন্দোলনে নামলেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কাস অ্যাণ্ড হেল্পার্স ইউনিয়নের সদস্যরা

বিক্ষোভে ইউনিয়নের সদস্যরা।

author-image
Adrita
New Update
ড়

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ কর্মী-সহায়িকাদের সরকারী কর্মীর স্বীকৃতি, সামাজিক সুরক্ষা, সেন্টারের নামে সিম কার্ড সহ অ্যাণ্ড্রয়েড ফোন সহ একাধিক পেশা ও পরিষেবাগত দাবিতে আন্দোলনে নামলেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কাস অ্যাণ্ড হেল্পার্স ইউনিয়নের সদস্যরা।

বৃহস্পতিবার শহরে মিছিল করে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের দিকে ওই সংগঠনের সদস্যারা এগোতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের পথ আটকে দেয়। ফলে ওই জায়গাতেই দাঁড়িয়ে তারা স্লোগান দিতে থাকেন। পরে ওই সংগঠনটির ছয় সদস্যের এক প্রতিনিধি দল জেলাশাসকের দপ্তরে গিয়ে তাঁদের দাবিপত্র জমা দেন।

ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কাস অ্যাণ্ড হেল্পার্স ইউনিয়নের তরফে বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলির বরাদ্দ বাড়েনি। এমনকি গত দু'মাসের টাকা বকেয়া থাকায় ব্যবসায়ীরা আলু-ডিম দিতে চাইছেননা। ফলে সমস্যা বাড়ছে। এমনকি কেন্দ্রীয় বাজেটেও তাঁদের বঞ্চনা করা হয়েছে। দ্রুত সমস্যা সমাধান না হলে আগামী বৃহত্তর আন্দোলনে তাঁরা নামতে বাধ্য হবেন বলেও জানান। 

Adddd