নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ কর্মী-সহায়িকাদের সরকারী কর্মীর স্বীকৃতি, সামাজিক সুরক্ষা, সেন্টারের নামে সিম কার্ড সহ অ্যাণ্ড্রয়েড ফোন সহ একাধিক পেশা ও পরিষেবাগত দাবিতে আন্দোলনে নামলেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কাস অ্যাণ্ড হেল্পার্স ইউনিয়নের সদস্যরা।
বৃহস্পতিবার শহরে মিছিল করে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের দিকে ওই সংগঠনের সদস্যারা এগোতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের পথ আটকে দেয়। ফলে ওই জায়গাতেই দাঁড়িয়ে তারা স্লোগান দিতে থাকেন। পরে ওই সংগঠনটির ছয় সদস্যের এক প্রতিনিধি দল জেলাশাসকের দপ্তরে গিয়ে তাঁদের দাবিপত্র জমা দেন।
ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কাস অ্যাণ্ড হেল্পার্স ইউনিয়নের তরফে বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলির বরাদ্দ বাড়েনি। এমনকি গত দু'মাসের টাকা বকেয়া থাকায় ব্যবসায়ীরা আলু-ডিম দিতে চাইছেননা। ফলে সমস্যা বাড়ছে। এমনকি কেন্দ্রীয় বাজেটেও তাঁদের বঞ্চনা করা হয়েছে। দ্রুত সমস্যা সমাধান না হলে আগামী বৃহত্তর আন্দোলনে তাঁরা নামতে বাধ্য হবেন বলেও জানান।