বন্ধ হয়ে গেল আইআইটি খড়্গপুরের প্রধান ফটক! বিপাকে স্কুল পড়ুয়ারা

আইআইটি কর্তৃপক্ষ তাদের মেন গেট বন্ধ করে দিয়েছে। যার জেরে স্থানীয় স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, এর জেরে পড়ুয়াদের চার কিলোমিটার ঘুরে স্কুলে যেতে হবে।

author-image
Tamalika Chakraborty
New Update
iit edit.jpg

নিজস্ব সংবাদদাতা: খড়্গপুর আইআইটি ভিতরে যাওয়ার যে মেইন গেট তা বন্ধ করে দিল আইআইটি কর্তৃপক্ষ। এই নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন আইআইটি ক্যাম্পাসের মধ্যে থাকা স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। ১৩ তারিখ একটি নোটিশ দিয়ে IIT জানিয়ে দিয়েছিল যে ক্যাম্পাসে ঢোকার মেনগেট তা বন্ধ করে দেওয়া হবে। ঘুরপথে পড়ুয়াদের স্কুলে ঢুকতে হবে। সাধারণত আইআইটির মেন গেট দিয়ে  ঢুকলে পড়ুয়াদের অনেকটা কম সময় লাগে। কিন্তু গ্যাস গোডাউন গেট হয়ে ঘুরে গেলে কমপক্ষে ৪ কিলোমিটার রাস্তা অতিরিক্ত ঘুরতে হবে। তাও আবার একটি ব্যস্ততম বাইপাস হয়ে, যেখানে বড় বড় ট্রাক, ডাম্পার ইত্যাদি যাতায়াত করে। এই নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, মেনগেট যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ছাত্র-ছাত্রীদেরকে অনেক দূরে সাইকেল চালিয়ে বা হেঁটে যেতে হয়। আইআইটি কর্তৃপক্ষ একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে যে IIT মধ্যে থাকা বারো হাজার পড়ুয়াদের সেমিস্টার চালু হয়ে গেছে। সকালে স্কুল পড়ুয়া বা অভিভাবকদের ভিড়ের ফলে তাঁদেরকে বিভিন্ন হলে যেতে অসুবিধা হচ্ছে।এর জন্য অতিরিক্ত সিকিউরিটি ও মোতায়ন করা হয়েছে। তাতেও কিন্তু কাজ হচ্ছে না। এর জন্যই মেন গেট বন্ধ করে দেওয়া হয়েছে তাই তাদেরকে ঘুর পথে যেতে বলা হয়েছে। IIT মধ্যে রয়েছে চারটি বড় বড় স্কুল যার মধ্যে দুটি বেসরকারি একটি কেন্দ্রীয় সরকার আরেকটি রাজ্য সরকারের।