শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, আকাশ কালো করে নামছে বৃষ্টি

বীরভূমের পশ্চিম ও উত্তর সীমান্ত বরাবর প্রসারিত ঝাড়খণ্ড । পূর্বদিকে অবস্থিত মুর্শিদাবাদ । ভৌগোলিক বিচারে এই অঞ্চল ছোটনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত।

author-image
Adrita
New Update
g

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। পুজোর আগে যখন-তখন আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি (Rain) নামছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। সপ্তাহের মাঝামাঝি আবহাওয়া বদলের সম্ভাবনা। বীরভূমেও (Birbhum Weather) রবিবাসরীয় সকাল থেকে নেমেছে অঝোর বৃষ্টি। 

hiring.jpg

বীরভূম জেলার পশ্চিমাংশের জলবায়ু (Climate) শুষ্ক ও চরম প্রকৃতির। পূর্বাংশের জলবায়ু  তুলনামূলক মৃদু। গ্রীষ্মে তাপমাত্রার পারদ ৪০º সেলসিয়াস ছাড়িয়ে যায়। শীতকালে আবার  ১০º সেলসিয়াসের নিচেও নামে পারদ। বীরভূমে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ। 

hiring 2.jpeg

পশ্চিমবঙ্গে (West Bengal) রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে, জানিয়েছে আবহাওয়া দফতর।