কাজ নেই, আমরণ অনশনে তৃণমূলের শ্রমিক গঠনের লরি চালকরা

কাজের দাবিতে কারখানার গেটের সামনে আমরণ অনশনে বসলেন তৃণমূল শ্রমিক সংগঠনের ১০৫ জন লরি চালক। তাঁরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবহণ সংস্থায় লরি চালাতেন। কিন্তু সংস্থাগুলো নতুন বরাত না পাওয়ায় তাঁরা কর্মহীন।

author-image
Tamalika Chakraborty
New Update
TMC labour union .jpg

নিজস্ব সংবাদদাতা: কাজের দাবিতে কারখানার গেটের সামনে আমরণ অনশনে বসলেন তৃণমূল শ্রমিক সংগঠনের ১০৫ জন লরি চালক। বৃহস্পতিবার সকাল থেকে পানাগর শিল্প তালুকের রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থার বটোলিং প্লান্টের গেটের সামনে অনশনে বসেন চালকরা। অনশনকারীদের অভিযোগ, যে সমস্ত চালকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবহণ সংস্থার গাড়ি চালাতেন, এই পরিবহণ সংস্থা বরাত না পাওয়ার কারণে তাঁরা কর্মহীন হয়ে পড়েন। গত ডিসেম্বর মাসের ১ তারিখে যে পরিবহণ সংস্থা নতুন বরাত পেয়েছে, তাদের কাছে কাজের দাবি জানিয়েও কোনও কাজ হয়নি।
এমনকী কর্তৃপক্ষকে তাদের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনও রকম সহযোগিতা করেনি বলে অভিযোগ।