নিজস্ব সংবাদদাতা : মালদায় শিবনারায়ণপুর স্টেশনের রূপ বদলাতে চলেছে। জোর কদমে চলছে কাজ। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে,ইস্টার্ন রেলওয়ের শিবনারায়ণপুর স্টেশনে অমৃত ভারত স্টেশনপ্রকল্পের অধীনে স্টেশনের পুনঃবিকাশের কাজ চলছে।কাজের মধ্যে রয়েছে বিদ্যমান স্টেশন বিল্ডিং, স্পেসফ্রেম কনকোর্স, স্টেশনে দ্বিতীয় প্রবেশ, গ্রিন জোন উন্নয়ন ইত্যাদি।
/anm-bengali/media/post_attachments/rcFI32A061LWWJasoc4Z.jpeg)