নিজস্ব সংবাদদাতা: সোনারপুরে বেআইনী বাজির হদিস পেল পুলিশ। বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমান নিষিদ্ধ বাজি। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। যারা ধৃত তাঁদের দুজনকেই এদিন বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
জানা যাচ্ছে, বাড়িতেই চলছিল নিষিদ্ধ বাজি তৈরি। সুত্র মারফত খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে ৬২ কেজি গান পাউডার, ৮০ কেজি ফায়ার ক্রাক্যার, ৭ কেজি চকলেট বোমা। সোনারপুর থানা এলাকার কালিকাপুর ২ গ্রাম পঞ্চায়েতের রায়পুর উত্তরপাড়ায় কালো সোনা সর্দারের বাড়িতে হানা দিয়ে এই বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কালো সোনা সর্দার ও মহম্মদ তৌসিফ নামে ২জনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যে একের পর এক জায়গায় বাজি বিস্ফোরণের ঘটনায় তৎপর হয়েছে পুলিশ। তল্লাশি অভিযান চলছে বারুইপুর পুলিশ জেলা এলাকার বিভিন্ন অংশে।