নিজস্ব সংবাদদাতা, খড়গপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের পুরিগেট ফ্লাইওভারে বিপদজনকভাবে খোলা অবস্থায় রয়েছে ইলেকট্রিক পোষ্টের বৈদ্যুতিক কানেকশন বক্স। এর ফলে যে কোনো সময় বিপদের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
সূত্র মারফত জানা গিয়েছে যে, পুরিগেট ফ্লাইওভারের বৈদ্যুতিক আলো রক্ষণাবেক্ষণ করার কাজের দায়িত্ব রয়েছে পুরসভার ওপরে। পুরসভা এই বৈদ্যুতিক আলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছে ঠিকাদারদের উপরে। এই ঠিকাদারের গাফিলতির জেরেই গোটা পুরিগেট ফ্লাইওভার মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।