বাড়ি ভাঙার কাজ করতে গিয়েই হল সবশেষ- বাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হল শ্রমিকের

বাড়ি ভাঙার কাজ করতে গিয়েই হল সবশেষ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
x

নিজস্ব প্রতিনিধি: দাসপুরে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল শ্রমিকের। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নহলা চাঁইপাট গ্রামে দিলীপ মাইতি ও নিমাই মাইতি দুই ভাইয়ের যৌথ একটি পুরনো মাটির বারান্দা বাড়ি ভাঙার কাজ করছিলেন চার শ্রমিক। সেই সময় হঠাৎই এক শ্রমিকের মাথার উপর হুড় মুড়িয়ে ভেঙে পড়ে ওই বাড়ির সিলিং, ভেতরে চাপা পড়ে যান তিনি। স্থানীয় মানুষের চেষ্টায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে সোনাখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত শ্রমিকের নাম সুনীল সামন্ত (৪০), দেহ ময়নাতদন্তে পাঠানো হয়।

x

ওই শ্রমিকের বাড়ি দাসপুর থানার বেনাই গ্রামে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ওই চারজন শ্রমিক বাড়ি ভাঙার কাজ করেছিল। সুনিল বাড়ির বাঁশ ও অন্যান্য জিনিস বইছিল। বাড়ি ভাঙা চলাকালীন একটি জানালা খোলার কাজ হচ্ছিল, বাড়ির ভেতরেই জানালাটি ধরে ছিলেন ওই শ্রমিক, তখনই এই দুর্ঘটনাটি ঘটে। সিলিংয়ের নিচে পুরোপুরি ভাবে চাপা পড়ে যান তিনি। কোনরকমে মেশিন দিয়ে কাঠ বাঁশ ইত্যাদি কেটে তাকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানায়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

Add 1

 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .  . . . . . . . . . . . . . . . . . . .  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . Nahla Chaipat | Daspur | Paschim Medimipur | death