নিজস্ব সংবাদদাতা, ঝাড়খণ্ডঃ DVC থেকে অনবরত জল ছাড়ার কারণে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বন্যা কবলিত এলাকায় DVC এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগামী তিনদিন বাংলা ঝাড়খণ্ড বোর্ডার সিল করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রামের ৬ নম্বর জাতীয় সড়কের উপর চিচড়া চেকপোষ্টে বাংলা ও ঝাড়খন্ড বোর্ডার সিল করে পুলিশ। ফলে সারি দিয়ে দাঁড়িয়ে যায় ঝাড়খন্ড থেকে আসার সমস্ত পণ্যবাহী লরি। এর পাশাপাশি সমস্ত পণ্যবাহী লরি দাঁড়িয়ে পড়ায় সমস্যায় পড়েছেন লরির খালাসি ও চালকরা। তারা জানাচ্ছেন, '' হঠাৎ করে দাঁড়িয়ে পড়ায় জল ও খাবারের সমস্যায় পড়তে হচ্ছে। ''