বন্যার জলে ভেসে গিয়েছে বাড়িঘর, খোঁজ নেয়নি প্রশাসন, সাংসদ দেবের হস্তক্ষেপ দাবী পরিবারের

পুজোর মুখে সমস্যায় সাধারণ মানুষ।

author-image
Adrita
New Update
w

নিজস্ব সংবাদদাতা, দাসপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের সামাট এলাকার বাসিন্দা আশীষ বটব্যালের একমাত্র বসত বাড়িটি ১৭ই সেপ্টেম্বর গভীর রাতে এলাকার কাঁসাই নদীর বাঁধ ভেঙে সম্পূর্ণ তলিয়ে গেছে বন্যার গ্রাসে। তবু পাশে দাঁড়ায়নি কেউ। এমনই অভিযোগ জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বাঁধ ভাঙ্গার ফলে কৃষি প্রধান এলাকারও ক্ষতি হয়েছে। জানা গিয়েছে, বিঘের পর বিঘে ধান, সবজিসহ কৃষি জমি জলের তলায় ডুবে গিয়েছে। বর্তমানে তারা তাদের এই সমস্যায় সাংসদ দেবের হস্তক্ষেপ দাবী করেছেন। 

পরিবার সূত্রে জানা গিয়েছে যে, স্বল্প জমিতে চাষ করেই সংসার চলতো। কিন্তু বর্তমানে তা নষ্ট হয়ে যাওযায় মাথায় হাত জমির মালিকদের। এদিকে আশীষ বটব্যালের এক চিলতে বাড়ি সম্পূর্ণ ভেঙে তলিয়ে যাওয়ায়, বর্তমানে পাড়া প্রতিবেশীদের বাড়িতেই বটব্যাল পরিবারের চার সদস্যদের নিয়ে দিন কাটছে। পুজোর আগে বন্যা আশীষ বাবুর মত এমনই সর্বস্য কেড়ে নিয়েছে অনেক সাধারণ মানুষের। কিভাবে নতুন করে সংসার বাঁধবে এই চিন্তায় ঘুম উড়েছে বটব্যাল পরিবারসহ একাধিক পরিবারের।

যদি এ বিষয়ে দাসপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র বলেন,'' ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সব ধরনের সাহায্য করা হবে। আপাতত সরকারি ত্রাণ সামগ্রীসহ ত্রিপল দেওয়া হয়েছে। ওই ব্যক্তি যাতে সরকারি বাড়ি পায়, তারজন্য আমরা সার্ভে করে পাঠিয়েছি। সবজির যে ব্যাপক ক্ষতি হয়েছে তা কৃষি দপ্তর সমীক্ষা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। " এ ক্ষেত্রে উল্লেখ্য যে, ভারী বৃ্ৃষ্টির ফলে বন্যা কবলিত গোটা পশ্চিম মেদিনীপুর জেলা।