নিজস্ব সংবাদদাতা : ঈদের দিনে সুসংবাদ শোনালো শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। আগমন ঘটেছে এক নতুন অতিথির। মা হল হিমালয়ান ব্ল্যাক বিয়ার ফুর্বু ও বাবা হল ধ্রুব। তবে, ফুর্বু ও ধ্রুবর সংসারে নতুন অতিথি এসেছে মার্চ মাসে। এতদিন মা ও সন্তানের সুরক্ষার কথা ভেবে, পর্যটকদের ভিড় নিয়ন্ত্রণে রাখতে ভাল্লুক ছানার খবরটি প্রকাশ্যে আনেনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। খুশির ঈদে সেই খবর প্রথম জানানো হল। ফুর্বু ও ধ্রুব এক সময় দার্জিলিঙের চিড়িয়াখানায় ছিল। সেখান থেকে তাদের বেঙ্গল সাফারিতে নিয়ে আসা হয়। জেনিফার নামে আরও একটি ব্ল্যাক বিয়ার বেঙ্গল সাফারি পার্কে রয়েছে। তবে ভাল্লুক ছানাটির লিঙ্গ এখনও নির্ধারণ করা যায়নি। এখনও চোট ফোটেনি তার।