বেআইনি বাড়ি ভাঙা নিয়ে পুরসভার উত্তরে অসন্তুষ্ট হাইকোর্ট

আইনি বাড়ি ভাঙা নিয়ে পুরসভার উত্তরে অসন্তুষ্ট হাইকোর্ট।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
65f83dede793c-gardeneach-building-collapse-181316805-16x9

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: বেআইনি বাড়ি ভাঙা নিয়ে পুরসভার উত্তরে অসন্তুষ্ট হাইকোর্ট। কলকাতা পুরসভার আইনজীবীর সওয়ালে প্রেক্ষিতে আদালত মন্তব্য করে। প্রধান বিচারপতির বক্তব্য, 'মানুষ মরে গেলে আপনাদের ঘুম ভাঙবে? তখন বাড়ি ভাঙলে হবে? ভাঙার বদলে বলছেন যেমন কাজ চলছে চলুক পরে দেখব? এটা আপনাদের সঠিক জবাব নয়।' 

 

আবেদনকারীর আইনজীবী বলেন, 'বেয়াইনি বাড়ির সামনে সরু গলি। বেনিয়াপুকুর থানার ঠিক উলটো দিকে। অঘটন ঘটলে সেখানে উদ্ধার কাজ সম্ভব হবে না। অভিযোগ জানানোর পরেও পুরসভা কিছু করেনি।'

 

কলকাতা পুরসভার আইনজীবী পাল্টা বলেন, 'আগামী সপ্তাহে ডিটেল রিপোর্ট দেব৷ হতে পারে কিছু বেয়াইনি নির্মান হচ্ছে।' শুনানির পর আদালত জানায়, আগামী শুনানিতে পৌরসভাকে রিপোর্ট দিতে জমা দিতে হবে।