খুশির হাওয়া পিংলা জুড়ে, রাত পোহালেই শুরু পটের মেলা

শুরু পটের মেলা।  

author-image
Adrita
New Update
স

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ রাত পোহালেই পিংলার পটমেলা শুরু হবে। মাঝে কিছুটা পথ থমকে যাওয়ার পর আবার মেলা শুরু হবে। সব মিলিয়ে খুশির হাওয়া পিংলা জুড়ে। জানা গিয়েছে, রাত পোহালেই পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়াগ্রামে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী পটের মেলা। মেলার প্রস্তুতি ইতিমধ্যেই প্রায় শেষ। এখন থেকেই ভিড় জমাচ্ছেন দেশি-বিদেশি পর্যটকরা। জানা গিয়েছে মেলায় মূলত প্রদর্শিত হবে পিংলার খ্যাতনামা পট শিল্প। পাশাপাশি থাকবে অন্যান্য হস্তশিল্পও। 

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, পিংলার পটচিত্র পশ্চিমবঙ্গের ঐতিহ্যের অন্যতম অঙ্গ। এই শিল্পে প্রাচীন ভারতীয় কাহিনি, পৌরাণিক গল্প, সামাজিক বার্তা এবং আধুনিক চেতনার প্রতিফলন দেখা যায়। বিশেষ করে "পটের গান" বা "পটের কাহিনি" পরিবেশনের মাধ্যমে এটি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে। বাঁশের কাঠামো এবং প্রাকৃতিক রঙ ব্যবহার করে তৈরি এই পটচিত্রের অনন্য রূপ সবার নজর কাড়ে।


পিংলার খ্যাতনামা পট শিল্পী বাহাদুর চিত্রকর জানান, " পটচিত্র শুধু শিল্প নয়, এটি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া একটি ঐতিহ্য। এই মেলা আমাদের পটশিল্পী পরিবারের জন্য বিশাল একটি সুযোগ। এখানে আমাদের কাজ দেখানোর পাশাপাশি বিক্রিও হয়। তবে শুধু বেচা-কেনাই নয়, নতুন প্রজন্মকে এই শিল্পের প্রতি আগ্রহী করে তোলাও আমাদের লক্ষ্য। "

তিনি আরও বলেন, " পটের মেলায় এবার আমরা নতুন কিছু ডিজাইন নিয়ে আসছি। পটচিত্রে এবার আধুনিক থিমের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তাও থাকবে। এই মেলা শিল্পীদের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি অন্যতম মাধ্যম। বিদেশি পর্যটকরাও পটচিত্রের প্রতি বিশেষ আগ্রহ দেখান, যা আমাদের উৎসাহিত করে। " 

প্রতিবছর এই মেলা পটশিল্পীদের জন্য বিশাল প্ল্যাটফর্ম তৈরি করে। বিদেশি পর্যটক এবং ক্রেতারা সরাসরি শিল্পীদের কাছ থেকে পটচিত্র কিনে নিয়ে যান, যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে। মেলা চলাকালীন থাকবে পটের গান, পট আঁকার কর্মশালা, এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। জানা গিয়েছে, মাঝে মেলা দুটো বছর সেই ভাবে হয়নি। মন খারাপ ছিল পটশিল্পীদের।তারা বার বার দাবী করে এসেছিল এই মেলা সাড়ম্বরে হোক। আর সেই মেলা আবার স্ব- মহিমায় শুরু হতে চলেছে। খুশির হাওয়া পিংলা জুড়ে।