নিজস্ব সংবাদদাতা, খড়গপুরঃ আইআইটির এক স্থায়ী কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য খড়গপুর শহরে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের আইআইটিতে। আজ সকালে আইআইটির সাকির আলী মোল্লা নামে এক স্থায়ী কর্মী তার নিজের কোয়ার্টারে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গিয়েছে, পুলিশ মৃতদেহ উদ্ধার করে খড়গপুর মহাকুমা হাসপাতালে পৌঁছে দেয় ময়নাতদন্তের জন্য। পরবর্তীকালে সেই দেহ খড়গপুর মহাকুমা হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আইআইটি কর্তৃপক্ষ শাকিবের পরিবারকে ফোন করে জানায় শাকির আত্মহত্যা করেছে বলে।
পরিবারের লোকেরা এই কথা শোনামাত্র কয়েক ঘন্টার মধ্যেই খড়গপুর মহকুমা হাসপাতালে পৌঁছে যায়। পরিবারের অভিযোগ সাকিরকে খুন করা হয়েছে, তার সঠিক তদন্ত চাই এবং দোষীদের শাস্তি দাবি জানায়। এ ক্ষেত্রে উল্লেখ্য যে, থানায় লিখিতভাবে পরিবারের পক্ষ থেকে এখনো খুনের অভিযোগ হয়নি।