Panchayat Vote: 'মস্ত বড় ভুল করেছেন রাজ্যপাল'

আজ পশ্চিমবঙ্গজুড়ে পঞ্চায়েত ভোট চলছে। ভোট শেষ হয়ে যাওয়ার পর আবার কিছু কিছু জায়গায় ভোট হতে পারে বলে শোনা যাচ্ছে। এদিকে মুহুর্মুহু হিংসার ঘটনা ঘটছে রাজ্যজুড়ে।

author-image
SWETA MITRA
New Update
rajiv cv.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে ব্যাপক হিংসা প্রসঙ্গে ফের রুদ্র মূর্তি ধারণ করলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের ভোটে ব্যাপক হিংসার জন্য রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তিনি আজ শনিবার বলেন, ‘রাজীব সিনহাকে নিয়োগ করে রাজ্যপাল সবচেয়ে বড় ভুল করেছেন। দুপুর ৩টা অবধি ১৫ জনেরও বেশি মানুষ মারা গেছে, তারা তৃণমূলের গুন্ডাদের হাতে নিহত হয়েছে। কেন্দ্রের উচিত ৩৫৫ বা ৩৫৬ অনুচ্ছেদ নিয়ে হস্তক্ষেপ করা। আমরা সংবিধানের রক্ষকের কাছ থেকে ব্যবস্থা চাই।“