পড়ে যাবে সরকার! ৩৫৫ ধারা! মুখ খুললেন সাংসদ

বিজেপির একের পর এক হুঁশিয়ারি নিয়ে পাল্টা জবাব দিলেন সৌগত রায়। এক হাত নিলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে। সরকার পড়ে যাবে! কী বললেন সাংসদ?

author-image
Pallabi Sanyal
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : নির্বাচনী পর্বের শুরু থেকেই রাজ্যে সন্ত্রাসের ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা নিয়ে সরব হয়ে ৩৫৫ ধারা জারির পক্ষে সুর চড়িয়েছে বিরোধীরা। তারপর আবার সরকার পড়ে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে। এবার বিজেপির একের পর এক হুঁশিয়ারি নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। শুভেন্দু অধিকারীও সম্প্রতি যেখানেই যাচ্ছেন সওয়াল করছেন ৩৫৫ ধারা নিয়ে। পাল্টা সৌগত কটাক্ষের সুরে বলেন, ''৩৫৫ ধারা নিয়ে কোনো ধারণা নেই শুভেন্দুর। ৩৫৫ ধারায় বলা হয়েছে, কেন্দ্রের দায়িত্ব হল রাজ্যগুলিতে রক্ষা করা। ''

corruption | Trinamul MP Saugata Roy advises Jawhar Sircar to leave party -  Telegraph India


শুভেন্দু চাইলে ৩৫৫ ধারা জারির জন্য চিঠি দিতে পারেন! বলে দিলেন তৃণমূল সাংসদ। সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারিতেও বেজায় ক্ষুব্ধ সৌগত রায়।  মনে করলে বিজেপি সরকার ফেলে দিক। কেন বার বার বলছে! বিরক্তের সুরে বললেন সাংসদ।  সরকার ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু সরকার ফেলতে গেলে ৩৫৬ ধারা প্রয়োজন। সেটা বলার জন্য সাহস নেই বলে সুর চড়ান তৃণমূলের বর্ষীয়ান সাংসদ। শুভেন্দুকে যেমন এক হাত নিয়েছেন তেমনই ছেড়ে কথা বললেননি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও।  কটাক্ষের সুরে সৌগত বলেন, 'সুকান্ত রাজনীতিতে নতুন এসেছে। জীবনে প্রথম রাজনীতিতে আসা। সংবাদমাধ্যম পিঁপড়েকে হাতি বানাচ্ছে।' বিজেপি নেতাদের দিকে সৌগত রায় চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন,'৬ মাসের মধ্যে সরকার ফেলে দেবে বলছে। ৫ জন তৃণমূলের বিধায়ককে দল থেকে আলাদা করে দেখাক।'
রাজ্যে মহারাষ্ট্রের মতো ঘোড়া কেনাবেচার যে ইঙ্গিত দিয়েছিলেন সুকান্ত তার পাল্টা সৌগত বলেন,পশ্চিমবাংলা মহারাষ্ট্র নয়।