১৬ ঘন্টা পর উদ্ধার নিখোঁজ ইস্পাত আধিকারিকের নিথর দেহ,ব্যাপক চাঞ্চল্য

ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

author-image
Adrita
New Update
ওঃ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ ১৬ ঘন্টা পর উদ্ধার করা হল নিখোঁজ ইস্পাত আধিকারিকের নিথর দেহ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, দুর্গাপুর ইস্পাত কারখানা আধিকারিক, মৃত আধিকারিকের নাম সমিত ভট্টাচার্য (৫৪)। সিটি সেন্টারের সেল কো- অপারেটিভ বাঘাযতীন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার অন্যান্য দিনের মতোই দুর্গাপুর ইস্পাত কারখানায় র মেটেরিয়াল বিভাগে কাজে গিয়েছিলেন সমিতবাবু। সকাল ১১টার পর আচমকা নিখোঁজ হয়ে যান তিনি। তাঁর গাড়ি, ব্যাগ, টিফিন সব যথাস্থানে ছিল। দুর্গাপুর থানায় তার নিখোঁজের অভিযোগ করা হয়। পুলিশ কুকুর নিয়ে কারখানার ভিতরে তল্লাশি শুরু করে। গভীর রাতে প্রায় ৩টা নাগাদ দুর্গাপুর ইস্পাত কারখানার জংশন বাংকারে একটি লিফটের নিচে সমিতবাবুর নিথর দেহ পড়ে থাকতে দেখেন কারখানার কর্মীরা। খবর দেওয়া হয় কারখানা কর্তৃপক্ষ এবং পুলিশকে। 

জানা গিয়েছে, সমিতবাবুর দেহ উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এটি আত্মহত্যা, খুন নাকি এর পিছনে রয়েছে অন্য রহস্য, তার পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। আরও জানা গিয়েছে, ইতিমধ্যে বিভিন্ন সংগঠনগুলি বার বার কারখানার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ জানিয়েছে। তবে মৃতের পরিবার সঠিক তদন্তের দাবি জানিয়েছে।