ভারী বুটের আওয়াজে ফের কাঁপছে.... হঠাৎ কী হল জঙ্গলমহলে

বৃহস্পতিবার ঝাড়গ্রামের জোয়ালভাঙ্গা এলাকার সাধারণ মানুষ পুনরায় পুরোনো দিনের চিত্র দেখতে পেল। স্নিফার ডগ ও যৌথ বাহিনী নিয়ে বনদফতরের আধিকারিকরা গ্রামে গ্রামে অভিযান চালাচ্ছে।

author-image
Tamalika Chakraborty
New Update
jangle mahal tree.jpg

নিজস্ব সংবাদদাতা:  এক সময় ভারী বুটের আওয়াজে কেঁপেছিল জঙ্গলমহল। সেই দিন মানুষ ভুলতে না ভুলতে বৃহস্পতিবার ঝাড়গ্রামের জোয়ালভাঙ্গা এলাকার সাধারণ মানুষ পুনরায় পুরোনো দিনের চিত্র দেখতে পেল।  স্নিফার ডগ  ও যৌথ বাহিনী নিয়ে বনদফতরের আধিকারিকরা গ্রামে গ্রামে অভিযান চালাচ্ছে। গত কয়েকদিন ধরে ঝাড়গ্রামের জঙ্গল থেকে লক্ষ লক্ষ টাকার শাল গাছ চুরি হয়েছে বলে অভিযোগ।  গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বনদফতরের  আধিকারিকরা জঙ্গলে  অভিযান চালায়। জঙ্গলে ঢুকেই দেখতে পান জঙ্গল চোরা চালানকারীরা লক্ষ লক্ষ টাকার গাছ কাটা শুরু করেছে। সেখানে অভিযান চালালে চোরা চালানকারীরা  ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, উদ্ধার হয় তাদের গাছ কাটার যন্ত্রাংশ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ঝাড়গ্রাম বনবিভাগের আধিকারিকরা ঝাড়গ্রামের জোয়ারভাঙ্গা, টিয়াকাটি, হদহদি সহ বিভিন্ন গ্রামে যৌথ বাহিনী ও স্নিফার  ডগ নিয়ে গিয়ে অভিযান চালায়। রেঞ্জ অফিসার দেবজ্যোতি ঘোষ সাংবাদিকদের জানান, কয়েক লক্ষ টাকার গাছ চুরি হয়েছে গত কয়েকদিনে। এরপর চোরা চালানকারীরা আর কোনওরকম ভাবে যেন গাছ চুরি না করতে পারে তার জন্য কড়া নজরদারি চালানো হবে জঙ্গলগুলিতে।  জঙ্গল থেকে চম্পট দেওয়া অভিযুক্তদের তল্লাশি অভিযান চালানো হচ্ছে স্নিফার ডগ নিয়ে।