নিজস্ব সংবাদদাতা, খড়গপুরঃ বড় খবর ! এই মুহূর্তের সবথেকে বড় খবর। খগড়পুরের যে ৯টি হাতি রয়েছে সেই হাতি গুলোকে শহর থেকে বের করানোর জন্য বিভিন্ন বনবিভাগ থেকে মোট ১১টি মশাল টিম নিয়োগ করেছে খড়গপুর বনবিভাগ।