নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ বিভিন্ন জঙ্গল থেকে দামি গাছ পাচার হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। সূত্র মারফত জানা গিয়েছে যে, চাঁদড়া, গোয়ালতোড়, পিড়াকাটা, লালগড় রেঞ্জ এলাকাগুলি থেকে গাছ পাচারের অভিযোগ পাওয়া গিয়েছে। মূলত পুজোর আগে এই গাছ কেটে পাচারের ঘটনা বৃদ্ধি পায় প্রতি বছরই। তা আটকাতে এবার রাতে টহল শুরু করলো বনদপ্তর।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, শুধু মেদিনীপুর বনবিভাগ নয়, রূপনারায়ণ বনবিভাগের পক্ষ থেকেও রাতে টহল দেওয়া শুরু হয়েছে। উল্লেখ্য, ওই রেঞ্জ এলাকার জঙ্গলগুলি থেকে এর আগেও গাছ পাচারের ঘটনা ঘটেছিল। তাতে পিড়াকাটা থেকে এক যুবককে গ্রেফতারও করেছিল পুলিশ।
বনদপ্তর থেকে জানা গিয়েছে, মেদিনীপুর বনবিভাগের চাঁদড়া, পিড়াকাটা, লালগড় রেঞ্জগুলি যৌথভাবে জঙ্গলে নজরদারি চালানোর পাশাপাশি রাস্তায় টহল দিচ্ছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছে রূপনারায়ণ বনবিভাগের গোয়ালতোড় রেঞ্জের বনকর্মীরা। তাদের সঙ্গে নিয়ে রেঞ্জ অফিসাররা বিভিন্ন রাস্তায় নাকা চেকিং শুরু করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে চাউলপুড়া, ভীমপুর, পিড়াকাটা, লালগড়, গোয়ালতোড়ের বিভিন্ন জঙ্গল এলাকায় টহল দেয়। চাঁদড়ার রেঞ্জের আধিকারিক সৈকত বিশ্বাস বলেন, " বিগত বছরগুলিতে পুজোর আগে গাছ কেটে পাচারের ঘটনা বেশি লক্ষ্য করা যেত। এবারে যাতে তা আটকানো যায় তার জন্য পুজোর আগে চারটি রেঞ্জের যৌথ উদ্যোগে এই অভিযান চলছে। "
যদিও এদিন কোন গাছ বাজেয়াপ্ত বা পাচারের ঘটনা ঘটেনি বলেই বনদপ্তর থেকে জানা গিয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু দলছুট হাতি রয়েছে। মাঝেমধ্যেই লোকালয়ে প্রবেশ করে ভেঙ্গে ফেলছে বাড়ি। রাতে টহলের ফলে সেদিকেও বাড়তি নজর দেওয়া সম্ভব হচ্ছে বলেই জানাচ্ছেন বনাধিকারিকরা।