নিজস্ব সংবাদদাতাঃ উৎসবের মরসুম চলছে। কিন্তু দীপাবলি, কালীপুজোর মধ্যেই এলাকাবাসীদের মনে আতঙ্ক বাসা বেঁধেছে। কথা বলছি দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবনের পাথরপ্রতিমার গোবর্ধনপুর উপকূল থানা এলাকার মানুষদের। ওই এলাকায় বাঘের আনাগোনা লক্ষ করা যাচ্ছে। কাদাযুক্ত মাটিতে বাঘের পায়ের ছাপ চোখে পড়েছে এলাকাবাসীর। যার জেরে রাতের ঘুম উড়েছে তাদের। এই এলাকার এলপ্লট-শ্রীধরনগরের পর এবার ইন্দ্রপুরেও লোকালয়ের ধারেও মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ। সেই আতঙ্কে শনিবার সকালেও লাঠি হাতে পাহারা দিতে দেখা গিয়েছে স্থানীয় বাসিন্দাদেরকে।
ইতিমধ্যে বন দফতরকে খবর দেওয়া হয়েছে। বন দফতর জানিয়েছে, এই মাসের শুরুতেই এই বাঘটি এলপ্লট -শ্রীধর নগর এলাকার লোকালয়ে ঢুকে পড়েছিল। এর নদীর পাড় বরাবর বেশ কিছু এলাকায় বাঘটি ঘোরাঘুরি করার পর চলে যায় ধনচির জঙ্গলে। ওই বাঘটিরই পায়ের ছাপ দেখা গিয়েছে ইন্দ্রপুরে। এটা নতুন কোনও বাঘের পায়ের ছাপ নয়। ইতিমধ্যেই লোকালয়ের দিকে প্রায় ১৮ কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘিরে ফেলার কাজ চলছে।