বন্যা পরিস্থিতির আরো অবনতি! যাচ্ছেন মন্ত্রী

বাংলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি। ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলকা জলের তলায়। দুর্ভোগ চরমে। সমস্যায় সাধারণ মানুষ। যাচ্ছেন মন্ত্রী।

author-image
Pallabi Sanyal
New Update
Asas

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ঘাটালে বন্যা পরিস্থিতির অবনতি। নতুন করে প্লাবিত হচ্ছে ঘাটাল ব্লকের খড়ার পৌর এলাকা। ঘাটালের বরদা চৌকান থেকে মাংরুল যাওয়ার রাজ্য সড়কে উঠেছে জল, ঘাটাল থানার দোড়গোড়ায় জল,কৃষি জমি জলের তলায়।  ঘাটালের শিলাবতী নদীর জলে প্লাবিত পৌর ও গ্রামীণ বিস্তীর্ণ এলাকা। ঘাটাল থানার দোড়গোড়ায় জল। রাস্তাঘাট জলে ডুবে যাওয়ায় নৌকো,ডিঙি চড়ে চলছে পারাপার। নতুন করে পৌর ও গ্রামীণ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়াই উদ্বেগ বাড়াচ্ছে ঘাটালের বানভাসী মানুষের।নিচু এলাকায় প্লাবিত হওয়ায় পানীয় জল পেতে সমস্যা হচ্ছে বাসিন্দাদের,নৌকা বা ডিঙিতে চড়ে অন্যত্র জল আনতে হচ্ছে প্লাবিত এলাকার বাসিন্দাদের।ইতিমধ্যে ঘাটালে শিলাবতী ঝুমি সহ সমস্ত নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে।নতুন করে জল ঢুকতে শুরু করেছে ঘাটাল ব্লকের খড়ার পৌরসভার বেশকিছু জায়গায়,বরদাচৌকান থেকে মাংরুল যাওয়ার গুরুত্বপূর্ণ রাজ্যসড়কে বন্যার জল উঠে গিয়ে তার উপর দিয়ে চলছে যাত্রীবাহী বাস সহ অন্যান্য যানবাহন।ঘাটাল পৌর এলাকা,ঘাটাল ব্লকের গ্রামীণ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন এখনও। এদিকে দাসপুরেও বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। দাসপুর-১ ব্লকের রাজনগর,নিজ নাড়াজোল সহ বেশকিছু এলাকা জলের তলায়।মুকুট মনিপুর কংসাবতী ব্যারেজ থেকে নতুন করে জল না ছাড়ায় এবং গত দু'দিন আবহাওয়ার কিছুটা পরিবর্তন হওয়ায় প্লাবিত এলাকার বাসিন্দারা পরিস্থিতি উন্নতি হওয়ার আশার আলো দেখছে।তবে এখনো যেহারে নদী গুলিতে জল বাড়ছে তা চিন্তায় রেখেছে ঘাটাল সহ মহকুমার প্লাবিত এলাকার বাসিন্দাদের।প্রশাসন সূত্রে খবর,আজ ঘাটালে প্লাবিত এলাকা পরিদর্শনে আসার কথা মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভূঁইয়ার।

 

hire