নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গে পাহাড়ের পাশাপাশি সমতলে প্রবল বৃষ্টি হচ্ছে। যার জেরে তিস্তার জলস্তর হু হু করে বাড়ছে। তিস্তা ও জলঢাকা নদীর অববাহিকায় জারী করা হয়েছে লাল সতর্কতা। শনিবার তিস্তা নদীর দোমহানীর সঙ্গে এনএইচ ৩১ জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সর্তকতা জারি করেছে জলপাইগুড়ি সেচ দফতর।
জানা গিয়েছে, তিস্তা ও জলঢাকা নদীর অববাহিকায় জারী করা হয়েছে লাল সতর্কতা। শনিবার তিস্তা নদীর দোমহানীর সঙ্গে এনএইচ ৩১ জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সর্তকতা জারি করেছে জলপাইগুড়ি সেচ দফতর। ইতিমধ্যে ধূপগুড়ি মহাকুমার একাধিক অঞ্চল বন্যার জলে প্লাবিত হয়েছে। জলমগ্ন এলাকাগুলো থেকে স্থানীয় বাসিন্দাদের অপেক্ষাকৃত নিরাপদ অঞ্চলে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তিস্তার জলস্তর আরও বাড়তে পারতে বলে আশঙ্কা করা হচ্ছে। যার জেরে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জলঢাকা ও তিস্তা নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে মাইকিং শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। বানারহাটের গয়েকাটার পাশাপাশি বিন্নাগুড়ি এলাকাতেও ব্যাপক ক্ষতি হয়েছে।