নিজস্ব সংবাদদাতা: বন্যা কবলিত ঘাটালবাসীকে বন্যার হাত থেকে বাঁচাতে ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়নে অর্থ বরাদ্দ করে রাজ্য সরকার । লোকসভা নির্বাচনে সাংসদ অভিনেতা দেবের প্রতিশ্রুতি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। কিছুদিন আগে রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ হয়েছে ৫০০ কোটি টাকা।ইতিমধ্যেই কয়েকটি ধাপে শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ।
ঘাটাল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড শ্রীরামপুর গুরুদাস নগর এলাকার প্রশাসনিক বৈঠকে কৃষক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা জমি দিতে সহমত পোষণ করেন । আজ ঘাটাল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড শ্রীরামপুর এলাকার কৃষক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের সাথে ঘাটাল মাস্টার প্ল্যানের জমি অধিগ্রহণের বৈঠক করেন প্রশাসনের আধিকারিকরা, উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাদক্ষ আশীষ হুদাইত, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অনিমেষ সিংহ রায়, পৌরসভার চেয়ারম্যান সহ ঘাটাল মাস্টার রূপায়ণ সাব কমিটির সদস্যরা। এক কথায় ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নে জমি দাতাদের সহমত পেয়ে আরো একধাপ এগিয়ে গেল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ।
/anm-bengali/media/media_files/erncxcK7r64qAw8hfFTo.JPG)