নির্বিঘ্নে কাটল মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন! পরীক্ষা শুরুর আগে জনপ্রতিনিধিদের শুভেচ্ছাবার্তা

পরীক্ষা শুরুর আগে পরীক্ষা কেন্দ্রে পুলিশ প্রশাসন থেকে জনপ্রতিনিধিদের শুভেচ্ছাবার্তা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-02-11 at 11.29.32 AM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় মোট ২৬ টি পরীক্ষা কেন্দ্রে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। এর মধ্যে ১৯ টি মেইন ভেনু ও ৭ টি সাব ভেনু রয়েছে।ঘাটাল মহকুমায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১৮৪৩ জন,এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫১২৮ ও ছাত্রীর সংখ্যা ৬৭১৫ জন। ঘাটাল মহকুমায় এবছর মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। মহকুমায় মোট ৩ টি থানার মধ্যে ঘাটাল থানায় রয়েছে ৮ টি ভেনু,দাসপুর থানায় রয়েছে ৯ টি ভেনু এবং চন্দ্রকোনা থানায় রয়েছে ৯ টি ভেনু।পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধান ও সহযোগিতার জন্যে ঘাটাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্টোল রুম,০৩২২৫২৫৫১৪৫ কন্ট্রোল রুমের এই নম্বর জারি করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য।সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে বলে মহকুমা প্রশাসনের তরফে জানানো হয়েছে।

WhatsApp Image 2025-02-11 at 11.29.31 AM

পরীক্ষার প্রথম দিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের হাতে গোলাপফুল,চকলেট,জলের বোতল তুলে দিতে দেখা যায় চন্দ্রকোনা থানার ওসি শুভঙ্কর রায় সহ পুলিশকর্মীদের।চন্দ্রকোনার কল্যাণশ্রী জ্ঞানদাদেবী উচ্চ বালিকা বিদ্যালয়ের মুল প্রবেশ দ্বারে পুলিশ আধিকারিকদের সাথে পরীক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়ের ছবি লক্ষ্য করা যায়।একই ছবি দাসপুরের সাগরপুর স্যার আশুতোষ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও দাসপুরের চাঁইপাট  উচ্চবিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে।পুলিশ প্রশাসনের পাশাপাশি শাসকদলের নেতা কর্মীদেরও দেখা গেল বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের গেটে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে।এককথায় কড়া নজরদারিতে ঘাটাল মহকুমায় নির্বিঘ্নে সম্পন্ন হল মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন।