নিজস্ব সংবাদদাতাঃ বাংলদেশের পরিস্থিতি নিয়ে উত্তাল হয়ে রয়েছে সেদেশের রাজনৈতিক পরিবেশ। এই আবহে সারা দেশের মানুষজন অগ্নিগর্ভ বাংলাদেশে হিন্দুদের ওপরে হয়ে চলা অপমানের, লাঞ্ছনার প্রতিবাদ জানিয়েছে। এই আবহে ব্যথিতও কবি নজরুল ইসলামের পরিবার।
জানা গিয়েছে যে কবি নজরুলের জন্মভিটে চুরুলিয়া গ্রামে বসবাস করেন তার পরিবারের লোকেরা। তারা তাদের প্রতিবেশি রাষ্ট্রের পরিস্থতি নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে। তাদের আশা যে, খুব শীঘ্রই এই পরিস্থিতি থেকে মুক্তি পাবেন সে দেশে বসবাসকারী হুিন্দুরা। এমনটাও জানা গিয়েছে যে, তারা বাংলাদেশে আর কখনও যেতে পারবেন না, এমনটাই আশঙ্কা রয়েছে তাদের।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, বাংলাদেশের রাজধানী ঢাকা জেলায় ১৯৭৬ সালের ২৯ অগস্ট কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু হয়। সেখানেই তাঁকে সমাধিস্থ করা হয়।