নিকাশি ব্যবস্থা না থাকায় রাতের ঘুম ছুটছে দাসপুরের কৃৃষকদের

সমস্যায় রয়েছেন কৃষকরা।

author-image
Adrita
New Update
দ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ দীর্ঘ কয়েক বছরের সমস্যা। নিকাশি ব্যবস্থা না থাকায় রাতের ঘুম ছুটছে দাসপুরের বহু কৃষকের। একাধিকবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়ে সুরাহা মেলেনি। তাই প্রতিবছর বন্যা এলেই বাড়ে চিন্তা, মাথায় পড়ে হাত।জানা যায় এমনই ঘটনা দাসপুর ২ ব্লকের অন্তর্গত মূলত তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ১০ কৃষকের। সেই সব কৃষকদের কথা মাথায় রেখে উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা দাসপুর দুই ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমিত্র সিংহ রায়।

সূত্র মারফত জানা যায় যে, তার উদ্যোগে দাসপুর ২ ব্লকের গৌরা,খুকুরদহ ও জোতঘনশ্যাম গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে বয়ে যাওয়া দীর্ঘ ১২ কিলোমিটার সোলাটোপা খাল সংস্কারের জন্য পরিদর্শন করলেন পশ্চিম মেদিনীপুর জেলা অতিরিক্ত জেলা 
শাসক, সেইসঙ্গে ছিলেন  ভূমি ও ভূমি সংস্কার জেলা আধিকারিক। এদিন ওই খালের বিভিন্ন জায়গায় তিনি পরিদর্শন করেন। জানা যায় এই খালটি সংস্কারের অভাবে বর্তমানে একদম মজে গিয়েছে। তাই খালের অতিরিক্ত জল কৃষকদের পাকা ধানের জমিতে পড়ে রয়েছে। তার ফলে এখনো পর্যন্ত রয়েছে কৃষকদের জমি থেকে ধান তুলতে চরম সংকটে পড়তে হচ্ছে। তাই সংস্কারের দাবি নিয়ে কৃষকরা অতিরিক্ত জেলাশাসককে জানান।

পরিদর্শন শেষে জেলাশাসক বিষয়টি জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রায়কে জানান। দ্রুত খালটি সংস্কার করা হবে কৃষকদের আর সমস্যায় পড়তে হবে না।