অজয়ের জলে মা গঙ্গার দর্শন লাভের পর থেকেই সংক্রান্তির ভোরে বসে মেলা

কতদিন হয় মেলা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-01-15 at 11.46.41 AM

হরি ঘোষ,  বীরভূম: 'স্মর গরল খন্ডনম, মম শিরসি মন্ডনম, দেহি পদ পল্লব মুদারাম'- কবি জয়দেবের গীতগোবিন্দমের শেষ লাইনটি লিখেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। কথিত আছে পৌষ মাসের সংক্রান্তির ভোরে দ্বাদশ শতকের কবি জয়দেব অজয়ের জলে দর্শন পেয়েছিলেন মা গঙ্গার। তারপর থেকেই পুণ্য লাভের আশায় প্রতিবছর মকর সংক্রান্তির পুণ্য লগ্নে অজয়ে দেশ-বিদেশের পূর্ণার্থীদের আগমন ঘটে। তিন দিন ধরে চলে মেলা। আড়াইশো আখড়ায় বসে বাউল আর হরিনামের আসর। 

মঙ্গলবার ভোর থেকে কনকনে শীতও ফ্লপ পুণ্যার্থীদের ডুবের কাছে। ডুব দিয়েই জয়দেব কেন্দুলীতে রাধা বিনোদের মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন। বীরভূম জেলা পুলিশ ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ বাহিনী মুড়ে ফেলেছে ত্রিস্তরীয় নিরাপত্তায়। করা হয়েছে বহু ওয়াচ টাওয়ার। সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে চলল নজরদারি। জলপথে নজরদারি চালাচ্ছে দ্রুত উদ্ধারকারী দল। বেলা বাড়ার সাথে সাথে রেকর্ড ভিড় হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে মনে করছে দুই পাড়ের মানুষ। মঙ্গলবার সকাল থেকে পূর্ণতীর্থভূমি অজয়ের দুই পারে ভেসে উঠল মিলনমেলা।