নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: এ যেন এক নদী! কোনভাবেই বোঝা যাচ্ছে না এটি যাতায়াতের রাস্তা। শুক্রবার সকাল থেকে শুরু করে রাতভর বৃষ্টির ফলে জলমগ্ন কেশপুর ব্লকের ৩ নম্বর অঞ্চলের গোহড়িয়া গ্রাম। শনিবার বেলা বাড়ার সাথে সাথেই উপর থেকে জল এসে দোনাই নদী ভেসে গিয়ে জলমগ্ন হয়েছে গোটা গ্রাম। বাজারে যেতে গেলে এক কোমরের ওপর জল পার করে গামছা পরিহিত অবস্থায় জুতো হাতে যেতে হচ্ছে।
৭০ উর্ধ্ব এক বৃদ্ধ শচীনন্দন মন্ডল কে দেখা গেল গামছা পরে জুতো হাতে "লাঠি" ধরে পারাপার করতে। তবে এখনো পর্যন্ত এলাকায় এখনো জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের দেখা মেলেনি। প্রশাসনের কাছে কাতরাজি অবিলম্বে ব্যবস্থা করা হোক বোট বা লৌকার। গৃহবন্দী রয়েছেন দুটি গ্রাম মিলিয়ে প্রায় দেড়শ এর উপর পরিবার। নিত্য প্রয়োজনীয় জিনিস হোক বা ঔষধ আনতে গেলে যেতে হয় পাঁচখুরি বাজারকে, যা দেড় থেকে ২ কিলোমিটার পথ চলে গিয়েছে জলের তলায়! যাতায়াত করতে অসুবিধায় পড়তে হচ্ছে গ্রামের সাধারণ মানুষদের। রাস্তার উপর জাল দিয়ে মাছ ধরতে দেখা যাচ্ছে গ্রামের মানুষদের। তবে কখন দুর্যোগের এই কালো মেঘ সরে আকাশ পরিষ্কার হয়ে জল নামবে সে দিকেই তাকিয়ে রয়েছে গ্রামের মানুষজন।