বিজেপি নেত্রী এবং আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল কি বললেন?
তৃতীয় সুফল বাংলা মৎস্য স্টলের সূচনা তিলোত্তমায়, ‘টাটকা মাছের’ সন্ধানে এই উদ্যোগ বলছেন মন্ত্রী
‘মানুষ সস্তায় কিনুক টাটকা মাছ, তাই এই ব্যবস্থা’, বলছেন রোশনি সেন
সুফল বাংলা মৎস্য স্টলের প্রথম ক্রেতা কলকাতা পুরসভার মেয়র, সুলভে কিনলেন পছন্দের মাছ
বিকাশ ভবনের সামনে আরও নামল পুলিশ বাহিনী
বিকাশ ভবন- কিভাবে মারছে দেখুন, আমাদের কোনও অন্যায় নেই- চারিদিকে শুধু বাঁধভাঙা কান্না
বিকাশ ভবন- ফের ধুন্ধুমার, ফের লাঠিচার্জ পুলিশের
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা কি বলেছেন?
এখনও ঝুলছে তালা, বিকাশ ভবনের সামনে রক্তারক্তিকাণ্ড

৩৫ বছরের সমস্যার সমাধানে উদ্যোগী প্রশাসন, খুশি এলাকাবাসী

খুশি এলাকাবাসী।  

author-image
Adrita
New Update
a

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বাড়াগড় গ্রামের বাঁধপাড়া এলাকায় শতাধিক পরিবারের একটি বস্তি রয়েছে। যেখানে দীর্ঘ ৩৫ বছর ধরে শৌচালয় বেহাল, পানীয় জলের সমস্যা এবং তার সাথেই নিকাশির সমস্যাও বেশ জোরালো। দীর্ঘ ৩৫ বছরের সেই সমস্যার সমাধানে উদ্যোগী হলো প্রশাসন।

সূত্র মারফত জানা গিয়েছে, এলাকায় পানীয় জল এবং শৌচালয়ের কাজ শুরু করলো প্রশাসন। পাশাপাশি এলাকার যে নিকাশি ব্যবস্থা তারও কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া জানান, ' আমার কাছে এই সমস্যাগুলি নিয়ে বার বার অভিযোগ আসে। বাঁধপাড়া এলাকায় শতাধিক পরিবার রয়েছে। এই সমস্যাগুলির দীর্ঘদিন থেকেই সমাধানের দাবী ছিল। তাই আমরা প্রশাষনিক ভাবে শৌচালয়, পানীয় জল এবং আগামীতে নিকাশির ব্যবস্থা করে দেবো। তারই প্রাথমিক কাজ শুরু হলো। জানা গিয়েছে, এলাকাবাসীরা এতে যথেষ্ট খুশি। তারা কর্মাধ্যক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।