দুর্গা প্রতিমাকে করাত দিয়ে কুচি কুচি করে কেটে জলে ভাসানো হল! বাংলাদেশ নয়, এই দৃশ্য দেখা গেল পশ্চিমবঙ্গে

পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে দুর্গা প্রতিমাকে করাত দিয়ে কুচি কুচি করে কেটে জলে ভাসানো হল।

author-image
Tamalika Chakraborty
New Update
Durga

নিজস্ব সংবাদদাতা: দুর্গা প্রতিমাকে করাত দিয়ে কুচি কুচি করে কেটে জলে ভাসানো হল। অদ্ভুত ভাসানের ছবি দেখল বাংলা। সেই ভিডিও শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তার সঙ্গে তীব্র ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা করেন। 

শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে,দুর্গাপ্রতিমাকে কার্যত করাত দিয়ে কেটে ফেলা হচ্ছে। এরপর সেই টুকরো গুলিকে ভাসিয়ে দেওয়া হচ্ছে জলে। এই দৃশ্য যে বাঙালির ভাবাবেগে আঘাত করবে তা বলার অপেক্ষা রাখে না।  শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লেখেন, "ছিঃ! ছিঃ! ছিঃ! এই দৃশ্য বাংলাদেশের নয়, এই কীর্তি পশ্চিমবঙ্গের হিন্দু বিরোধী শাসক তৃণমূল দল পরিচালিত পুরসভার।" আগে মা দুর্গার প্রতিমা বিসর্জন না করে, প্রতিমাকে যন্ত্রের সাহায্যে অসভ্যের মতো ছিন্নবিচ্ছিন্ন করে নদীতে ফেলা হয়েছে। গতকাল কৃষ্ণনগর কদমতলা ঘাটে কৃষ্ণনগর পৌরসভার নির্দেশে পৌরসভার কর্মচারীরা এভাবেই দুর্গা ঠাকুরের প্রতিমা কে কেটে টুকরো করে ভাসান করেছে।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বাংলা জুড়ে নিন্দার ঝড় উঠেছে। দূষণ নিয়ন্ত্রণের জন্য আর কোনও পথ ছিল না বলেও প্রশ্ন উঠতে শুরু করেছে। 

 tamacha4.jpeg