রাস্তার হাল না ফেরায় বন্ধ হল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজা!

রাস্তার হাল না ফিরলে খুলবে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজা। ব্যাপক বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরে। বেহাল দশা রাস্তার। সেই রাস্তা পেরিয়ে চলাচল করতে হয় বাচ্চা থেকে বড়দের। বার বার অভিযোগ জনিয়েও হয়নি লাভ।

author-image
Pallabi Sanyal
New Update
1111111

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : যতদিন না রাস্তা হবে, বন্ধ থাকবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র।এই দাবি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা। বন্ধ থাকলো অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আইসিডিএস কেন্দ্রে আসার একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল, তার উপরে আইসিডিএস কেন্দ্রের অস্বাস্থ্যকর পরিবেশ,অল্প বৃষ্টিতে আইসিডিএসের চারপাশে জল থই থই করে। জলে ডুবেছে আইসিডিএস কেন্দ্রের রান্নার জায়গা।দ্রুত রাস্তা সহ আইসিডিএস এর হাল ফেরাতে বিক্ষোভে সামিল গ্রামের মানুষজন। এমনই পরিস্থিতি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের মহেশপুর পূর্বপাড়া আইসিডিএস সেন্টারের।এলাকার মানুষের অভিযোগ, আইসিডিএস লাগোয়া একটি গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে,সেই রাস্তা দিয়েই গ্রামের অধিকাংশ মানুষকে যাতায়াত করে,আর সেই রাস্তার বেহাল অবস্থা। অপরদিকে, আইসিডিএস কেন্দ্রটির অস্বাস্থ্যকর পরিবেশ। আইসিডিএস এর সামনেই রয়েছে একটি পুকুর। সেই পুকুরের নোংরা জল গ্রাস করছে গোটা আইসিডিএস কেন্দ্রকে। এতেই শুক্রবার সকাল থেকে  বিক্ষোভে সামিল গ্রামের মানুষজন,একমাত্র রাস্তায় বেড়া দিয়ে ঘিরে অবরোধ বিক্ষোভ শুরু করল তারা।তাদের দাবি দ্রুত পাকা ঢালাই রাস্তা করতে হবে,তা না হলে বন্ধ থাকবে আইসিডিএস কেন্দ্র।এমনকি এ দিনের এই বিক্ষোভের জেরে বন্ধ রইল আইসিডিএস কেন্দ্রটি।খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভগবন্তপুর-২ গ্রাম পঞ্চায়েত উপপ্রধান।এ বিষয়ে ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনাজুর মোল্লা ঘটনাস্থলে এসে গ্রামবাসীদের সমস্ত দাবি শুনেন এবং আশ্বাস দেন দ্রুত রাস্তার কাজ হবে।দীর্ঘক্ষণ বিক্ষোভের পর গ্রামবাসীরা আপাতত বিক্ষোভ থেকে সরে আসে। দ্রুত রাস্তা মেরামত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামের মানুষজন।