নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির বিজ্ঞাপনে সিঙ্গেল বেঞ্চের নিষেধাজ্ঞা বহাল রাখল ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেছেন যে, '' যে কোনো বিজ্ঞাপনের লক্ষণরেখা থাকা উচিত। আমার মনে হয় আদর্শ আচরণবিধি অনুযায়ী সম্পূর্ণ ভাবে পোস্টার, ব্যানার নিষিদ্ধ করা হয়েছে। এমনকি বিমানবন্দর থেকে মাননীয় প্রধানমন্ত্রী ছবি ও সরিয়ে দেওয়া হয়েছে । তবে রাষ্ট্রপতির ছবি সেখানে রাখা যেতে পারে। "
এক্ষেত্রে প্রসঙ্গত যে, বিজ্ঞাপন বন্ধের অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল বিজেপি। তবে সিঙ্গেল ডিভিশন বেঞ্চের নির্দেশিকা হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ।