ফসলের ক্ষতির ক্ষতিপূরণ প্রদান-সহ একাধিক দাবিতে ডেপুটেশন বাম সংগঠনের

ঘূর্ণিঝড়ের বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। সেই ক্ষতিপূরণ প্রদান সহ একাধিক দাবিতে ডেপুটেশন দিল বাম কৃষক সংগঠন। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বৃষ্টিতে মাঠের পাকা ধানের, আলুর ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
deputation edit .jpg

নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড়ের জেরে অসময়ে বৃষ্টিতে ফসলের ক্ষতির ক্ষতিপূরণ প্রদান-সহ একাধিক দাবিতে ডেপুটেশন দিল বাম কৃষক সংগঠন। শুক্রবার কেশিয়াড়ি ব্লক সহ কৃষি অধিকর্তাকে স্মারকলিপি দিয়েছে অল বেঙ্গল কিসান ও খেত মজুর সংগঠনের কেশিয়াড়ি শাখা। তাদের দাবি, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বৃষ্টিতে মাঠের পাকা ফসলের ক্ষতি হয়েছে। প্রশাসনকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এছাড়াও সুগন্ধি চালের ওপর জিএসটি চাপানো, আতপচালের রফতানিতে নিষেধাজ্ঞার বিরোধিতা করা হয়। একই সঙ্গে স্মার্ট মিটার চালুর প্রতিবাদ জানানো হয়েছে। কৃষক সংগঠনের বক্তব্য, রাজ্য ও কেন্দ্র সরকার সার ওষুধের দাম বৃদ্ধি-সহ নানা দিক থেকে কৃষকদের ওপর আক্রমণ আনছে। ফলে কৃষকেরা চাষে উৎসাহ হারাচ্ছেন। ক্ষতির দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হোক।