৪ কিলোমিটার দূরে হাসপাতাল স্থানান্তরিতের সিদ্ধান্ত, বিক্ষোভে অ্যাসোসিয়েশনের কর্মীরা

বিক্ষোভে অ্যাসোসিয়েশনের কর্মীরা l

author-image
Adrita
New Update
ওঃ

নিজস্ব সংবাদদাতা, খড়গপুর:আই আই টির জন্মলগ্ন থেকে বি.সি রায় টেকনোলজি হাসপাতাল আইআইটি ক্যাম্পাসের মধ্যেই রয়েছে। আর সেই হাসপাতালকে সরিয়ে প্রায় চার কিলোমিটার দূরে বলরামপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়ে নোটিস জারি করেছে আইআইটি কর্তৃপক্ষ l এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইআইটি পেনশনার্স অ্যাসোসিয়েশনের কর্মীরা বি.সি রায় টেকনোলজি হাসপাতালের বাইরেও বিক্ষোভ দেখান। তাদের দাবি, প্রায় ১৭ হাজার ছাত্রছাত্রী রয়েছে আইআইটি ক্যাম্পাসের মধ্যেই।

জানা গিয়েছে, ডঃ বিধান চন্দ্র রায় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী। তার নামে এই হাসপাতাল। আর এই হাসপাতালকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালের স্থানান্তরিত করে মার্জ করার সিদ্ধান্ত নিয়েছে আইআইটি কর্তৃপক্ষ। এর বিরুদ্ধেই তারা পথে নেমেছেন। তাদের প্রশ্ন, এখান থেকে ৪ কিলোমিটার দূরে বৃদ্ধ-বৃদ্ধারা কি করে যাবে ? এ নিয়েই ক্ষোভ প্রকাশ করে তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন।