বড় খবর : বদলে গেল সিদ্ধান্ত! কমল ভোগান্তি

কথা ছিল রেল রোকো কর্মসূচির। রেল পরিষেবা স্তব্ধ হওয়ার আশঙ্কা করা হয়েছিল। পুজোর মুখে কুড়মিদের বড়সড় আন্দোলন করার করা থাকলেও আপাততো স্থগিত অবরোধ কর্মসূচি।

author-image
Pallabi Sanyal
New Update
asa


নিউজ প্রতিনিধি, খড়গপুর : কুড়মিদের এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে ভিন্ন রাজ্য সহ এ রাজ্যে আজ সকালে থেকে ট্রেন অবরোধ ও জাতীয় সড়ক অবরোধ করার কথা আগে থেকেই ঘোষণা করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার বিকেলে কুড়মি সমাজের কর্ণধার অজিত মাহাতো অবরোধ কর্মসূচি এখনকার মত স্থগিত রাখার কথা জানিয়েছেন। সেই মতো আজ সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার খেমাশুলি স্টেশনে ট্রেন চলাচল ও ৬ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক। রেলপথ ও জাতীয় সড়ক স্বাভাবিক থাকলেও মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ বাহিনী সহ রেলের আরপিএফ ও জিআরপি।