BREAKING : ভারত-পাকিস্তান ডিজিএমও (DGMO) বৈঠকে নেওয়া হল বড় সিদ্ধান্ত ! দেখুন বড় খবর
পাকিস্তানিদের অস্ত্রগুলিতে চীনা প্রযুক্তি, চীনের সাথে লড়াইয়ে ভারতের লাভ! বিশেষ দাবি
BREAKING : বিশেষ অধিবেশনের নয় সর্বদলীয় বৈঠক হওয়া উচিত ! কেন এই কথা বললেন শরদ পাওয়ার ?
BREAKING : শেষ হল ভারত-পাকিস্তান ডিজিএমও (DGMO) বৈঠক ! দেখুন বড় খবর
BREAKING : পাকিস্তান সেনা কাপুরুষ ! বড় মন্তব্য করলেন বিজেপি নেতা রবিন্দর রায়না
BREAKING : যুদ্ধবিরতির আগে সর্বদলীয় বৈঠক হওয়া উচিত ছিল ! এবার যুদ্ধবিরতি নিয়ে বড় দাবি করলেন সিদ্দারামাইয়া
চীনের প্ররোচনায়, পাকিস্তান ভারতের উপর ছোটখাটো আক্রমণ চালিয়ে যেতে পারে- এল বিশেষ মন্তব্য!
BREAKING : সীমান্তে শহিদ বিএসএফ (BSF) অফিসার ইমতিয়াজের শেষকৃত্য হাজির গোটা গ্রাম !
BREAKING : দেশের সবথেকে বেশি ক্ষতি করেছেন ইন্দিরা গান্ধী ! বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা অনিল ভিজ

শ্রমিকের মৃত্যু ! মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ

বিক্ষোভে শ্রমিকরা।

author-image
Adrita
New Update
d

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুরে কোকওভেন থানার অন্তর্গত হিন্দ আমেরিকান মোড় সংলগ্ন এস পি এস রোলিং মিল রয়েছে। সেই মিলের শ্রমিক জিতেন্দ্র মাহাতোর মৃত্যু হয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে যে, গতকাল শুক্রবার কারখানার কাজে বাইরে যেতেই কারখানা থেকে কিছুটা দূরে কারখানারই এক গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তার। আজ সকালে ময়নাতদন্ত করা হয় জিতেন্দ্র মাহাতোর। এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষ ক্ষতিপূরণ বাবদ ২ লক্ষ টাকা দেবে বলে আশ্বাস দিয়েছে। 

এই খবর ছড়াতেই কারখানার শ্রমিকেরা কারখানার মূল গেট আটকে তুমুল বিক্ষোভ শুরু করে দেয়। শ্রমিকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের দাবি যে, মৃত শ্রমিকের ক্ষতিপূরণ বাবদ ১৩ লক্ষ ৫০ হাজার টাকায় দিতে হবে, অন্যথা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ চালাবে তার। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Adddd