ভিনরাজ্যে পথ দুর্ঘটনায় মৃত্যু বাংলার যুবকের, শোকের ছায়া পরিবারে

শোকের ছায়া পরিবারে।

author-image
Adrita
New Update
ওভারব্রিজের রেলিং ভেঙে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ দাসপুরের যুবকের ভিনরাজ্যে পথ দুর্ঘটনায় মৃত্যু। মৃতদেহ গ্ৰামে ফিরতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। জানা গিয়েছে দাসপুর থানার বিষ্ণুপুরের বাসিন্দা ওই যুবকের নাম সুশান্ত দোলই (৪৫)। 

আবাসনের লিফট থেকে পড়ে মৃত্যু ব্যক্তির

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সুশান্ত ১৯ বছর ধরে ছত্রিশগড়ের রায়পুরে সোনার কাজ করতেন। স্ত্রী মমতা দোলই, ছেলে সাগর ও দুই মেয়ে সাগরিকা, সুলেখাকে নিয়ে সেখানেই থাকতেন। তার স্ত্রী,  মমতাদেবী বলেন, '' ৫ জানুয়ারি ছত্রিশগড়ে পিকনিক সেরে সন্ধ্যে নাগাদ বাড়ি ফেরার পথে রাস্তায় কোনও অজানা গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটে। সেখান থেকে তাকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। অবশেষে ৭ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। ''

পুলিশ জানিয়েছে, ' ভিনরাজ্যেই মৃতেদেহের ময়নাতদন্তের পর দেহ দাসপুরের বাড়িতে আনা হয়েছে। ' অন্যদিকে আজ বুধবার মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের পাশাপাশি আত্মীয়স্বজনরা।