নিজস্ব সংবাদদাতা: ইভটিজিং এর দায়ে সশ্রম কারাদণ্ড হল এক ব্যক্তির। বুধবার ঝাড়গ্রাম জেলা আদালত এই রায় ঘোষণা করে। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সালে ঝাড়গ্রামের স্থানীয় এক বাসিন্দা থানায় অভিযোগ করেন, ইভটিজিং এর প্রতিবাদ করাতে তার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে আহত করেন তিন ব্যক্তি। প্রথমে আহত ব্যক্তিকে ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসা করানো হয় এবং পরে তাকে কলকাতাতে ট্রান্সফার করানো হয়। ওই মহিলার আরও অভিযোগ করেন, যে প্রতিদিনই সন্ধেবেলা তাঁকে ইভটিজিং করা হতো এবং তার প্রতিবাদ করতে গিয়েছিলেন স্বামী। তখনই তাঁর স্বামীর ওপরে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে অভিযুক্ত ব্যক্তি। ঘটনায় অভিযুক্ত তিনজন এর মধ্যে দুজন বেকসুর খালাস হয়েছে এবং অন্যএক অভিযুক্ত সমীর শীলকে আদালত সাত বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেয়।