২৪ ঘণ্টার কন্ট্রোল রুম : বিদ্যুৎ অফিসের কর্মীসহ সকল আধিকারিকের ছুটি বাতিল

পুজোর সময় বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করেছে রাজ্য বিদ্যুৎ পর্ষৎ। মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে নেওয়া এই উদ্যোগ লোড শেডিং সমস্যা মোকাবিলায় কার্যকর হবে, যাতে পুজোর আনন্দে কোনো বিঘ্ন না ঘটে।

author-image
Debapriya Sarkar
New Update
Electric

Electric Office

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুজোর সময় বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা মোকাবিলায় রাজ্য বিদ্যুৎ পর্ষৎ বিশেষ ব্যবস্থা নিয়েছে। পুজোর সময় লোড শেডিংয়ের সমস্যা কমাতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এটি বিভিন্ন জেলার অভিযোগের প্রেক্ষিতে নেওয়া হয়েছে, যাতে পুজোর আনন্দে কোন ব্যাঘাত না ঘটে। আশা করা হচ্ছে, এই উদ্যোগের ফলে বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি উন্নত হবে।

Electric

পুজোর সময় ২৪ ঘণ্টা খোলা থাকবে বিদ্যুৎ ভবনের কন্ট্রোল রুম, যার উদ্বোধন করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এই পরিষেবা পুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত কার্যকর থাকবে। বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে বিদ্যুৎ সচিব শান্তনু বসু এবং রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী জানিয়েছেন, বিদ্যুৎ দফতরের সকল কর্মী ও আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে, যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয়।

Karnataka

উল্লেখ্য, আগামী ২রা অক্টোবর মহালয়া। ইতিমধ্যে পুজোর সাজে সেজে উঠেছে গোটা কলকাতা শহর। শহরে বিভিন্ন নামিদামি ক্লাবগুলোতে পুজোর প্রস্তুতি প্রায় শেষের পথে। অধিকাংশ ক্লাবগুলি দ্বিতীয়ার দিন থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেবে পুজো মণ্ডপ। পুজোর মধ্যে এসপ্ল্যানেড সংলগ্ন এলাকায় যে কোন রকম জমায়েতের ক্ষেত্রে করা নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ কমিশনার মনোজ বর্মা।