থার্মাল স্টেশনের পাঁচিল নির্মাণের কাজ বন্ধ, বিক্ষোভ বস্তিবাসীর

কয়েক মাস ধরেই আন্দোলনে নেমেছে ভূমি উচ্ছেদ রক্ষা কমিটির নেতৃত্বে বস্তিবাসীরা।

author-image
Adrita
New Update
g

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ সম্প্রতি রাষ্ট্রায়ত্তর দামোদর ভ্যালি কর্পোরেশনের দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। সেই সম্প্রসারণের কাজের জন্য দুর্গাপুর থারমাল পাওয়ার স্টেশন সংলগ্ন দামোদর ভ্যালি কর্পোরেশনের জমির ওপর বসবাসকারীদের উচ্ছেদের নোটিশও দেওয়া হয়েছে। আর এই উচ্ছেদের নোটিসের প্রতিবাদে কয়েক মাস ধরেই আন্দোলনে নেমেছে ভূমি উচ্ছেদ রক্ষা কমিটির নেতৃত্বে বস্তিবাসীরা।

বস্তিবাসীদের দাবি তাদের পুনর্বাসন দেওয়া হোক তারপরেই সম্প্রসারণের কাজ করা হোক। পুনর্বাসন বিহীন তারা এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ এই দাবি তুলে শনিবার বিকেলে দুর্গাপুরের ৩৭ নম্বর ওয়ার্ডের ডিটিপিএস কলোনি এলাকায় সম্প্রসারণের কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে দেন বস্তিবাসীরা। নির্মাণ সামগ্রী কার্যত আগুনে জ্বালিয়েও দিতে দেখা যায় তাদের। ভেঙে দেওয়া হয় নির্মাণ কাজ। যদিও দামোদর ভ্যালি কর্পোরেশনের কোন আধিকারিককে দেখা যায়নি। বস্তিবাসীরা সাফ জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে ততক্ষণ জ্বলবে আগুন।

স

স্ব

স