গলায় অভিযোগের মালা-জেলাশাসকের অফিসে গড়াগড়ি! বিজেপি সরকারকে আক্রমণ কংগ্রেসের-ভাইরাল অভিনব প্রতিবাদের ভিডিও

এক তাজ্জব ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশ।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
bjp congress.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ বহুবার সরকারি দরবারে গিয়ে অভিযোগ জানালেও সেই আওয়াজ পৌঁছায়নি উপর মহলে। প্রতিবার খালি হাতেই ফিরতে হয়েছে। সরকারের চোখ খোলাতে এবার চরম রাস্তা বেছে নিলেন ব্য়ক্তি। জানা গিয়েছে, যাবতীয় অভিযোগ গায়ে জড়িয়ে জেলাশাসকের অফিসের সামনে গড়াগড়ি খেলেন এক ব্যক্তি। তাঁর দাবি, বছরের পর বছর ধরে অভিযোগ জানিয়েছেন কিন্তু কোনও সুরাহা হয়নি। এই প্রতিবাদে যদি সরকারের দৃষ্টি আকর্ষণ হয়। সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশে। নিমুচের জেলাশাসক প্রতি মঙ্গলবার করে সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন, তাদের সঙ্গে কথা বলেন, অভিযোগ শোনেন। সেখানেই হাজির হন মুকেশ প্রজাপতি নামক এক ব্যক্তি। রাস্তা দিয়ে কার্যত হামাগুড়ি দিয়ে আসেন তিনি। জেলাশাসকের অফিসের বাইরে দড়িতে বাঁধা শয়ে শয়ে পাতা গায়ে জড়িয়ে মাটিতে গড়াগড়ি খান তিনি। তাঁর এই কাণ্ড দেখে অবাক হয়ে যায় সকলে। এমন অভিনব প্রতিবাদ দেখে সবাই হাঁ করে তাকিয়ে দেখতে থাকেন।

আর এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এই ভিডিওকে কেন্দ্র করে মধ্যপ্রদেশের বিজেপি সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব।

প্রতিবাদের এমন পথ বেছে নেওয়ার বিষয়ে মুকেশ প্রজাপতি নামক ওই ব্যক্তি জানান, তিনি কাঙ্কারিয়া গ্রামের বাসিন্দা। বিগত ৬ বছর ধরে জেলাশাসকের কাছে দুর্নীতির অভিযোগ জানাচ্ছেন গ্রামের সরপঞ্চ বা প্রধানের বিরুদ্ধে, কিন্তু কিছুতেই তাঁর অভিযোগে আমল দেওয়া হচ্ছে না। অবশেষে বিরক্ত হয়েই এভাবে প্রতিবাদ করার এবং সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি এই সিদ্ধান্ত নেন। দড়ি দিয়ে বেঁধে, সারা গায়ে যে কাগজগুলি জড়িয়ে এসেছিলেন, তা হল এত বছরের অভিযোগ ও দুর্নীতির সমস্ত প্রমাণ।

এই বিষয়ে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট মমতা খেড়ে বলেন, "মুকেশ প্রজাপতি তাঁর গ্রামের সরপঞ্চের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।"