নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সাইকেলে করে হাওড়া থেকে কন্যাকুমারী যাত্রা ২১ বছর বয়সী যুবকের। হাওড়ার পাঁচলা এলাকার যুবক সৈকত কোরা। "মাটি বাঁচাও" এই বার্তা নিয়ে হাওড়া থেকে সাইকেলে করে রওনা দিয়েছে কন্যাকুমারীর উদ্দেশ্যে। আজ দাঁতন এলাকায় জাতীয় সড়কে দেখা গেল তাকে।
ওই যুবকের বক্তব্য, নতুন প্রকৃতি নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়ার ইচ্ছে নিয়ে 3000 কিলোমিটার যাত্রা শুরু করে। এমনকি ওই যুবক জানায় ২০২৩ সালে সাইকেলে করে কেদারনাথ যাত্রা করেছিল সে। পথিমধ্যে যে যা সাহায্য করে সেই নিয়েই যাত্রা চলছে ওই যুবকের। কলেজের তৃতীয় বর্ষের ছাত্র অবাক করে দিল বাংলাকে।