নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ বিদ্যাসাগর মেলায় নেই মমতা ব্যানার্জির ছবি, আর তা দেখেই ক্ষুব্ধ হলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। আধিকারিকদের ধমক দিয়ে বার্তা দেন ' মুখ্যমন্ত্রীর ছবি লাগান '। মন্ত্রী বললেন লাস্ট ওয়ার্নিং দিচ্ছি সময় থাকতে শুধরে যান। এছাড়াও, মেলায় বহু মানুষ জমায়েত না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। জানা গিয়েছে, মঞ্চে দাঁড়িয়ে জনপ্রতিনিধিদের নাম ধরে ধরে বার্তা মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া।
আরও জানা গিয়েছে যে, মঞ্চে দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যু নিয়ে কেন্দ্রের বিজেপি ও সরকারকে তোপ দাগেন তিনি। এছাড়াও, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলিও এদিন মঞ্চ থেকে তুলে ধরেন তিনি।