পরিবেশ দিবসের দিনেই এক গোটা কবিতা লিখে ফেললেন মুখ্যমন্ত্রী

পরিবেশ দিবসের দিনেই রাজ্যবাসীকে দিলেন উপহার।

author-image
Adrita
New Update
দফ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। আর এই পরিবেশ দিবসের দিনেই এক গোটা কবিতা লিখে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই কবিতা তার এক্স বার্তায় পোস্ট করেছেন। 

যোগী রাজ্যে মমতা! লোকসভা ভোটের প্রচারে ভিনরাজ্যে যাচ্ছেন তৃণমূল নেত্রী

তিনি লিখেছেন, '' সবুজের সমারোহে ভরে উঠুক ধরিত্রী, সবুজই আমাদের প্রেরণা, সবুজই আমাদের রক্ষক। আমাদের লক্ষ্য সবুজ পৃথিবী। তাই আমরা বলি- '  সবুজ বাঁচাও, সবুজ দেখাও / সবুজের মাঝে বিবেক জাগাও /  সবুজ ধ্বংস করো না /  সৃষ্টিকে উপড়ে দিও না/  ওরাও তো বাঁচতে চায় / ওদের মুখে হাসি ফোটাও / নতুন যুগের আহ্বানে / নব প্রজন্মের প্রাণের টানে / নূতন চলেছে নূতনের সন্ধানে / মুক্তি চলেছে শান্তির বন্ধনে / সবুজ চলেছে যুগের /  আহ্বানে / সবুজের রঙে লাল কখনো হয় না / বসন্তের সৌরভ সবুজের বড় পাওনা- / ওরাও তো খেলতে চায় / ওরাও তো আলো দেখায় / তাই ওদের বুকে এসো সোনা ঝরাও / সবুজ বাঁচাও, সবুজ দেখাও। ' 

                        সকলকে জানাই বিশ্ব পরিবেশ দিবসের আন্তরিক শুভেচ্ছা। '' 

 

Mamata Banerjee: বকেয়া নিয়ে বিধানসভায় সরব মমতা, সরকারের অবস্থান স্পষ্ট  করলেন স্বাস্থ্যসাথী নিয়েও : 2023-12-04 | Aajkaal Bengali News, Bangla  News, Breaking News in Bengali

Add 1