নিজস্ব সংবাদদাতা : সন্তানহারা হাতির আক্রমণে মৃত্যুর ঘটনা ঘটেছে ঝাড়গ্রামে। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতি পূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে তিনি লেখেন, ''দুঃখের বিষয় যে আজ সকালে ঝাড়গ্রাম জেলায় (গ্রাম দেউলবার) একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। একটি মা হাতি তার মৃত সন্তানকে পাহারা দিচ্ছিল। কৌতূহলী জনতা ভিড় করলে সেই সময় হিংস্র হয়ে ওঠে এবং দু'জনকে মেরে ফেলে এবং কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত করে। আমাদের বন কর্মীদের সতর্কতা সত্ত্বেও এমন ঘটনা ঘটেছে। আমি মৃতের নিকটবর্তী আত্মীয়দের প্রতি ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করছি এবং ক্ষতিগ্রস্তদের বাড়ি মেরামতের প্রতিশ্রুতি দিচ্ছি।''
প্রসঙ্গত, বুধবার সকালে একটি হাতির দল নয়াগ্ৰামের দেউলবাড় এলাকায় সুবর্ণরেখা নদী পার হয়। কিছুক্ষণ পরে গ্রামবাসীদের নজরে আসে যে নদীর পাড়ে পড়ে রয়েছে মৃত হস্তি শাবক। তখন এলাকায় খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ মৃত হাতির বাচ্চা দেখতে জড়ো হন। কিন্তু কাছে যেতেই দেখা যায় কিছুটা দূরে আরও একটি হাতি রয়েছে বাচ্চা হাতিটিকে গার্ড করার জন্য। তখন কিছু বুঝে ওঠার আগেই ধেয়ে আসে হাতিটি। সঙ্গে সঙ্গে পায়ের তলায় পিষে ফেলে স্থানীয় শশধর মাহাত এবং আনন্দ জানা নামে দুজনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। পরে ঘটনার খবর পেয়ে নয়াগ্ৰাম থানার আই সি সুদীপ ঘোষালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। জানা গিয়েছে উন্মত্ত হাতিটি এলাকায় তাণ্ডব চালায়। তাই বন দফতর এবং পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয় এলাকাবাসীরা যাতে নিরাপদ স্থানে চলে যায় তার জন্য। তবে নয়াগ্ৰাম ব্লকের সবথেকে উল্লেখযোগ্য জায়গা রামেশ্বর এবং জনবহুল গ্রাম দেউলবাড় এলাকায় উন্মত্ত হাতির তান্ডব হওয়ায় যথেষ্ট আতঙ্কে এলাকাবাসী। হাতি দেখতে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে এটা বন দফতর দাবি করলেও মৃত শশধর মাহাতর পরিবারের দাবি শশধরবাবু হাতি দেখতে যাননি। উনি আশ্বিন মাসের সংক্রান্তি উপলক্ষে এদিন নিয়ম মেনে ধান জমিতে শরকাঠি পুঁততে গিয়েছিলেন।এমন সময় উন্মত্ত হাতিটি হামলা চালায়।যার ফলে হাতির হামলায় তার মৃত্যু হয়। একসঙ্গে দুই জনের মৃত্যুর ঘটনা ওই এলাকার বাসিন্দারা হাতির তাণ্ডবে আতঙ্কের মধ্যে রয়েছেন ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও বন দফতরের কর্মীরা। তাই দুর্গা পূজার আগেই চতুর্থীর দিন হাতির হামলায় দুজনের মৃত্যুর ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। নয়াগ্রাম থানার পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।
Sad to note that in an unfortunate incident this morning in Jhargram district (village Deulbar), a mother elephant, guarding her dead calf, became violent and killed two persons & damaged some houses, when a curious crowd assembled to see the spectacle of her grief, despite our…
— Mamata Banerjee (@MamataOfficial) October 18, 2023