নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ বাংলার মানুষকে বিপদে ফেলে ডিভিসিকে বেসরকারিকরণ করার চেষ্টা চলছে। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে কেন্দ্রীয় সরকারকে নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, '' ডিভিসি পরিদর্শনে সাতবার স্ট্যান্ডিং কমিটি এসেছে। কিন্তু মানুষ যখন বন্যার কবলে পড়ে তখন আর তাদের দেখা যায় না। শুধু তৃণমূলের বিরুদ্ধে ওদের প্রতিনিধি দল বাংলায় আসে। ''
উল্লেখ্য, দামোদর ভ্যালি কর্পোরেশন মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ার কারণে দামোদরের নিম্ন অববাহিকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী ডিভিসির জলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বন্যা দুর্গতদের হাতে ত্রিপল চাল ডাল সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দেন। কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন।
আরও উল্লেখ্য যে, প্রাকৃতিক দুর্যোগের কারণে মুখ্যমন্ত্রী দুর্গাপুর ব্যারেজের পাশে না গিয়ে দামোদর তীরবর্তী সীতারামপুর এলাকার যুব আবাস ভবনে আসেন। প্রসঙ্গত, সীতারামপুর, মানাসহ বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের নদী তীরবর্তী বিভিন্ন গ্রাম সপ্তাহখানেক আগে ডুবে গিয়েছিল। পূর্ব বর্ধমানের প্রশাসনিক বৈঠক সেরে মুখ্যমন্ত্রী সড়কপথে দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন সীতারামপুর গ্রামে বন্যা দুর্গতদের সাথে দেখা করেন।
মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার কড়া বেষ্টনী লক্ষ্য করা যায়। বন্যা কবলিত এলাকার হাজার হাজার মানুষ মুখ্যমন্ত্রীকে দেখার জন্য দুপুর থেকে দাঁড়িয়ে ছিলেন রাস্তার পাশে।
এদি মুখ্য মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক, বাঁকুড়ার সংসদ অরূপ চক্রবর্তী, পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় সহ বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন পদাধিকারীরা,বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের সমস্ত আধিকারিকরাও উপস্থিত ছিলেন।