নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য। এই পরিস্থিতিতে ইলেকশন কমিশন রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে। মঙ্গলবার মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে কমিশন। তারই সঙ্গে পশ্চিমবঙ্গে ৬টি বিধানসভা আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৩ নভেম্বর ওই ৬টি আসনে উপনির্বাচন হবে।
১৩ তারিখ যে ছয়টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে, সেগুলি হলো হল তালডাংরা, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও মাদারিহাট। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর এই আসনগুলির বিধায়করা পদত্যাগ করেন। পশ্চিমবঙ্গের এই ৬টি আসন ছাড়াও দেশের আরও ১৪টি রাজ্যে ৪২টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে।
আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য। এই পরিস্থিতিতে উপনির্বাচন যথেষ্ঠ গুরুত্বপূর্ণ। এই উপনির্বাচনের ফলাফলের পর বোঝা যাবে, রাজ্যের মানুষের একটা অংশ আরজি কর নিয়ে কী ভাবছে। তবে আরজি কর নিয়ে উত্তাল পরিস্থিতিতে নির্বাচনী প্রচারে যে বার বার এই প্রসঙ্গ উঠে আসবে, পুলিশের ভূমিকা নিয়ে বিরোধীরা সরব হবেন তা বলার অপেক্ষা রাখে না।