টাকা ফেরত না পেয়ে বিক্রেতাকে খুন ক্রেতার, এলাকায় চাঞ্চল্য

এলাকায় চাঞ্চল্য।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
ফ

নিজস্ব সংবাদদাতা, কাঁকসাঃ চুরির মোবাইল বিক্রির কথা জানাজানি হতেই মোবাইল ফেরত নিল মালিক। কিন্তু ২ হাজার টাকা ফেরত না পেয়ে বিক্রেতাকে গলায় ধানের গোছা প্যাঁচিয়ে খুন করলো ক্রেতা। কাঁকসার নয়া কাঞ্চনপুরে ভাগচাষী খুনের ঘটনায় গ্রেফতার এলাকারই যুবক। ধৃত যুবকের নাম রাজীব ওরফে রাহুল হাঁড়ি। নয়া কাঞ্চনপুরেরই বাসিন্দা। পুলিশি হেফাজত চেয়ে পেশ মহকুমা আদালতে।

সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় কাঁকসার নয়া কাঞ্চনপুরে চাষের জমি থেকে গলায় ধানের গোছা প্যাঁচিনো দেহ উদ্ধার হয় নিখোঁজ নিখোঁজ ভাগচাষী চন্দ্রশেখর মন্ডলের। উদ্ধার হয় জোড়া চপ্পল। তদন্তে নামে কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। তদন্তের ভিত্তিতে গ্রেপ্তার হয় ওই যুবক। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে এলাকারই উত্তম হাঁড়ি নামের এক ব্যক্তির বাড়ি থেকে মোবাইল চুরি করে চন্দ্রশেখর। সেই মোবাইল দু'হাজার টাকার বিনিময়ে এলাকারই যুবক রাজিবকে বিক্রি করে।

শুক্রবার সেই কথা জানাজানি হয়ে যায়। তখনই মোবাইলের মালিক উত্তম হাঁড়ি রাজীবের কাছ থেকে মোবাইল নিয়ে নেয়। তারপরেই রাজিব টাকা ফেরত চাই চন্দ্রশেখরের কাছে। সেই টাকা ফেরত দিতে না চাওয়াই শনিবার সন্ধ্যায় নয়া কাঞ্চনপুরের ধান চাষের জমি সংলগ্ন রাস্তাতে দু'জনের বচসা শুরু হয়। তারপরেই হাতাহাতিতে জড়িয়ে যায়। পরে ধানের গোছা প্যাঁচিয়ে শ্বাসরোধ করে চন্দ্রশেখরকে খুন করে রাজীব। তারপরে দেহ ফেলে দেওয়া হয় ধান চাষের জমিতে। ভুলবশত রাজিব জোড়া চপ্পল সেখানেই ফেলে পালিয়ে যায়। রবিবার সন্ধ্যায় দেহ উদ্ধার হয়। পড়ে থাকা জোড়া চপ্পল দেখে তদন্ত শুরু হয়।

তদন্তের ভিত্তিতে বুধবার রাতে রাজিব হাঁড়িকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুম আদালতে পেশ করা হয়। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে এই ঘটনার পিছনে আরো কেউ জড়িত আছে কিনা সেই নিয়ত তদন্ত চালানো হবে বলে জানান পুলিশ আধিকারিকরা।