দিগ্বিজয় মাহালী, পূর্ব মেদিনীপুর : লোকশিল্পী সুভাষ চক্রবর্তীর গানের ভাষায় বলা যায়, "বাঁকুড়ার পোড়া মাটির ঘোড়ারে,তুই নামটি জগৎজোড়া। " হ্যাঁ, বাঁকুড়ার পোড়া মাটির কারুকাজ জগৎময় বিখ্যাত। সেই পোড়া মাটির ঘোড়া থেকে শুরু করে মাটির হাঁড়ি, প্রদীপ সহ মাটির তৈরী বেশকিছু জিনিস দিয়ে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। পূর্ব মেদিনীপুরের তমলুকের প্রত্যন্ত হরশংকর গড়কিল্লা গ্রামে এমন ভাবনায় ফুটিয়ে তোলা হয়েছে দুর্গা পুজোর মণ্ডপ। মণ্ডপ সহ দুর্গা প্রতিমার থিম নজর কাড়বে হরশংকর দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপে।